ঢাকা (২ জানুয়ারি): স্মার্ট ফোন ব্র্যান্ড রিয়েলমির গেমিং মাস্টার ‘রিয়েলমি নারজো ২০’ ফোন সেটটি এখন সারা দেশে রিয়েলমির প্রতিটি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে।
গত ২৯ ডিসেম্বর বিশেষ অফারে ই-কমার্স সাইট দারাজে ফার্স্ট অনলাইন সেলে মাত্র দুই মিনিটের ভেতরে ফোনটির দুই হাজার ইউনিট বিক্রি হয়। এরই মাধ্যমে রিয়েলমি নারজো ২০ দারাজে বিক্রি হওয়া দ্রুততম গেমিং স্মার্ট ফোনের খেতাব পেয়েছে।
শক্তিশালী হেলিও জির৮৫ গেমিং প্রসেসরের পাশাপাশি এতে আছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ছয় হাজার মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জ। যার বাজারমূল্য মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা।
রিয়েলমি নারজো ২০ এর শক্তিশালী প্রসেসর, এআরএম মালি-জি ৫২ জিপিইউ ও চার গিগা বাইট র্যামের সাথে মিলে দুই গিগা হার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে এবং অতুলনীয় গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। আনতুতু বেঞ্চমার্কে রিয়েলমি নারজো ২০ এর গেমিং স্কোর দুই লাখেরও বেশি!
৪৮ মেগা পিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। ক্যামেরা সেটাপে আরো আছে ১১৯-ডিগ্রির ৮ মেগা পিক্সেলে আল্ট্রা ওয়াইড ক্যামেরায় লেন্স ও একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স। আট মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটফকেশন, এইচডিআর মোড, পোর্ট্রেট মোড এবং প্যানোসেলফি মোডে তোলা যাবে অনন্য সব সেলফি।
এছাড়াও আছে এক হাজার ৮০ পিক্সেলে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা। বিশাল ব্যাটারিতে ১১ ঘন্টার বেশি নিরবচ্ছিন্ন অনলাইন গেম খেলা যাবে। ৮৮ দশমিক ৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর মিনি ড্রপ ৬ দশমিক ৫ ইঞ্চি বড় ডিসপ্লে দিবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স।
‘সিলভার সোর্ড’ ও ‘ব্লু ব্লেড’ এ দুটি আকর্ষনীয় রঙে ট্রেন্ডসেটিং রিয়েলমি ইউআই এ রিয়েলমি নারজো ২০ এখন দেশব্যাপী প্রতিটি রিয়েলমি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে। সারা দেশে এখন রিয়েলমির ২০০টিরও বেশি ব্র্যান্ড শপ আছে।
প্রেস বার্তা