চট্টগ্রাম: হযরত গাউছুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার উত্তরসূরি, গাউছিয়তের গুপ্ত ধন ভান্ডারের অধিপতি, আওলাদে রাসুল (সা.) হযরত গায়েবী ধন কেবলা কাবার আগামী ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র বার্ষিক ওরশ উপলক্ষে আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়ার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাদে এশা সিটির মুরাদপুর গাউছিয়া হাউজিং সোসাইটিস্থ খানকা শরীফে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ ইরফানুর রহমান (মিজান) আল মাইজভান্ডারী।
সভায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ওরশ শরীফ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওরশ শরীফে মাওলানা শাহ সূফী সৈয়দ আবুল মনছুর আল মাইজভান্ডারী সব আশেক ভক্তকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
প্রেস বার্তা
Facebook Comments Box