চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সিটি গেইট মোড় এলাকায় গাড়ির কালো ধোঁয়া ও হাইড্রলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালিয়েছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমিপি) ট্রাফিক বিভাগের সহায়তায় মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গাড়ির কালো ধোঁয়া ও হাইড্রলিক হর্ন ব্যবহারের জন্য মোট দশটি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সাথে হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ইশরাত রেজা। আরো উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মো. কামরুল হাসান, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন, আকবর শাহ থানার পুলিশ ফোর্স, সিএমপি ট্রাফিক বিভাগের পুলিশ ফোর্স এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের কর্মচারীবৃন্দ।