ঢাকাসোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণ সংগীত : সুবিধাবাদ জিন্দাবাদ । সেলিম ইসলাম খান

সেলিম ইসলাম খান
মে ১৮, ২০২১ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কোটি টাকার ঋণ খেলাপি ঋণ পাবে শত বার,
একশ টাকার ঋণ খেলাপীর জেল হবে বার বার।
কে বলবে তা সাহসের সাথে কে করবে প্রতিবাদ?
বলতে গেলেই গুম হবে সে ভেঙ্গে দেবে হাত।
জিন্দাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ।।

আমজনতার রক্ত খেয়ে তারা ফুলে ওঠে,
গাড়ি বাড়ি শৌখিন জীবন মৌজমাস্তিতে ছোটে।
যাদের ঘামে আরাম তাদের দেয় না মজুরি
পাওনা পেতে রাস্তায় নামছে মরছে ভুরিভুরি।
পুলিশ দিয়ে পিটিয়ে মারে করলে প্রতিবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ।।

মজুদদারি ব্যবসায় করে জিম্মি করে দেশ,
সিন্ডিকেটে লাভ যে ভারি মনোপলি বিজনেস।
লাভের টাকায় বাড়ি করেন দিল্লী ও লন্ডনে
বক্তৃতাতে দেখি তাদের দেশপ্রেমী এক মন।
দেশের জন্য জানপ্রাণ তার দেশগড়াই সাধ।
জিন্দাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ।।

বাগাড়ম্বর পায় প্রমোশন দায়িত্ববান ফেল,
অপরাধী ঘুরছে স্বাধীন নিরপরাধের জেল।
এমনি করে চলছে এদেশ! চলবে কত দিন?
শুনলে এসব দুঃখ লাগে, আমরা কি স্বাধীন?
রাতকে তারা দিন করে আর দিনকে করে রাত।
জিন্দাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ।।

Facebook Comments Box