চট্টগ্রাম: সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খিড়কির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার (৯ এপ্রিল) শনিবার বিকালে সিটির সদরঘাটরোডস্থ ফোর স্টার ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এফএ নয়ন চৌধুরী।
খিড়কির সাধারণ সম্পাদক রাজীব দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এসএম মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আন্জুমান আরা, আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সারোয়ার পিল্টু।
আরো উপস্থিত ছিলেন খিড়কির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, সাবেক সিনিয়র সহ সভাপতি দোস্ত মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মাসুদ খান খোকন, সহ-সভাপতি সরাফত দৌলা চৌধুরী, দেবাশীষ চৌধুরী, শাহাদাত হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার, এসইউ রোকন, অর্থ সম্পাদক হারুনুর রশিদ, সহ-অর্থ সম্পাদক সামসুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক কায়ছারুল আলম বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত পরদেশী রুবেল, প্রচার সম্পাদক ফেরদৌস অপু, সহ প্রচার সম্পাদক মফজল আহমদ মির্জা, শিল্পী কল্যাণ সম্পাদিকা রায়হান সুলতানা নিহা, দপ্তর সম্পাদক মোস্তফা সাগর, সাংস্কৃতিক সম্পাদক বাহার মজুমদার, সহ সাংস্কৃতিক সম্পাদক মিঠু খান, নাট্য বিষয়ক সম্পাদক গ্রামীন বাবুল, ক্রীড়া সম্পাদক এমএ জব্বার।
আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান কাওয়াল, আহম্মদ নুর আমিরী, মালেক কাওয়াল, সনজিত আচার্য্য, কল্যানী ঘোষ, দিলীপ হোড়, শম্ভু দাশ, এসএম মানিক, পংকজ বৈদ্য সুজন, মহসিন চৌধুরী, আলমগীর আলাউদ্দিন, জামাল, মইনুল ইসলাম, কামরুল ইসলাম, আবছার উদ্দিন অলি, হ্যাপী, রুজি, তারা বানু রাফি, পলি শারমিন, মনজুর আলম, সুপ্রিয়া লাকী, মনি সেন, লিমা আক্তার, রশনী, পায়েল চৌধুরী, রেশমী আক্তার মুন্নি, লিজা, ইকবাল আজাদ, রুবেল পরদেশী, সুজীত শীল, আখেরী মিয়া, বাপ্পী চৌধুরী, লাভলু চৌধুরী, তুহিনুর রহমান দুলাল, ইফতি হোসেন, শাহীন, ছগির, এনাম, মেজবাহ, আবুল কাশেম আজাদ, ছৈয়দ এরফান।
সিএন/এমএ