চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম সিটির ছয় নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি।
রোববার (৯ মে) বাদে জোহর ওমর আলী মাতব্বর মহল্লাস্থ ঈমাম হোসাইন ফোরকানিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে করোনা পরবর্তী নানা জটিল রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহপিল পরিচালনা করেন
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁন্দগাও থানা যুবদলের সাবেক সভাপতি ও নগর
বিএনপি নেতা জাফর আহম্মেদ, ওয়ার্ড় বিএনপির সহ সভাপতি হাজী মো. ইউছুপ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইউছুপ, চাঁন্দগাও থানা যুবদলের সভাপতি ওমর ফারুক, নগর
ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু সৈয়দ রাসেল, ওয়ার্ড় যুবদলের সভাপতি মো.
শাহজান, সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ফজলুল কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, যুবদল নেতা মো. আলাউদ্দিন, মো. নুরউদ্দীন, সাইফুল আলম, মো. শাহেদ প্রমূখ।
প্রেস বার্তা