চট্টগ্রাম: আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে হত্যার হুমকি ও রুচিহীন মন্তব্য করায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়াসহ অসংখ্য ছাত্রদল নেতা-নেত্রীর উপর ছাত্রলীগের কাপুরুষিত হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মশাল মিছিল করেছে চট্টগ্রাম সিটি ছাত্রদল।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা সাতটায় সিটির জাকির হোসেন রোড এলাকায় এ মিছিল করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু ও ইসমাইল হোসেন, সিটি ছাত্রদল নেতা আবদুল কাদের, পাহাড়তলী কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আশরাফুল, খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হক, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিফাতুল রাফসান, পাহাড়তলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত, সজীব, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজ, মো. শাহীন, মো. রাজু, সন্তু, ইব্রাহিম, জসিম, আলাউদ্দিন, সাকিব, রিফাত।
পবা/এমএ