চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার (২৬ নভেম্বর) বাদে আসর লালখানবাজারস্থ ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ক্ষুদে হাফেজ শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছে চট্টগ্রাম সিটি যুবদল।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম সিটি যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দীন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, খুলশী থানার আহ্বায়ক হেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, সম্পাদকমন্ডলীর সদস্য নুর হোসেন উজ্জল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, সহ দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, সহ কোষাধক্ষ জিয়াউল হক মিন্টু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ মুন্না, মো. মিল্টন, মো. জাবেদ, থানা যুবদলের সদস্য মানিক, নুর হোসেন, মো. জাবেদ, সেলিম, ইউসুফ, ফারুক, শরীফ, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদ, আজমীর, সদস্য ছোটন, নাঈম প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এতিমখানার মাওলানা আবদুল কাদের।
প্রেস বার্তা