চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনে গৃহহীন ৩৫ পরিবারের পাশে দাঁড়িয়েছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার পূর্ব ষোলশহর বাদশা চেয়ারম্যানঘাটা আবুলের কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরার দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সন্ধ্যা ছয়টার সময় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ৩৫টি টিনসেড সেমিপাকা সম্পূর্ণভাবে পুড়ে যায়।
দুর্ঘটনার সাথে সাথেই সিএমপির চান্দগাঁও থানা টীম দুর্ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে কাজ করে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। দুর্ঘটনায় অসহায় হয়ে পড়া পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে সিএমপির পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। দুর্ঘটনায় গৃহহীন ৩৫টি পরিবারের প্রত্যেকের মাঝে সাত কেজি খাদ্য দ্রব্য তুলে দেয় চান্দগাঁও থানা পুলিশ।
প্রেস বার্তা