ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সহযোগিতায় ক্যান্সার সচেতনতায় ও করোনা ভাইরাস প্রতিরোধে পথচারীদের মাঝে লিফলেট এবং মাস্ক বিতরণ করেছে লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি।
শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রাম নগরীর উইমেন কলেজ মোড়ে এ কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা।
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি চট্টগ্রামের সমন্বয়ক লিও আশিক আরেফিনের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন গোল্ডেন সিটি লিও ক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক লায়ন নাজমুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন লায়ন্স ড্রিষ্টিক জিএসটি কো-ওর্ডিনেটর এবং লিও ক্লাব এডভাইজর লায়ন শওকত আলী চৌধুরী এম জে এফ।
এ সময় অন্যদের মধ্যে লিও সাইফুল ইসলাম, লিও মো. শহীদুল্লাহ্ সজীব, লিও শাকিল ইমন, লিও মাকসুদা লিমন, লিও তুহিন অভি, লিও আমিনা, লিও শারমিন, লিও সায়মা, লিও আরিফ উপস্থিত ছিলেন।
বক্তারা ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনাচরণ ত্যাগ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
প্রেস নিউজ