চট্টগ্রাম: ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী নাফিজা বাঁচতে চায়। আর এর জন্য প্রয়োজন মানবিক সহায়তা। আসুন আমরা একজন মেধাবী স্কুল ছাত্রীকে বাঁচাতে এগিয়ে আসি।
পুরো নাম নাফিজা আলম নিহা। পিতার নাম বাদশা মিস্ত্রি ও মাতার নাম পারভীন আক্তার। সে চট্টগ্রাম রেলওয়ে পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। কাঁধে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ইতিমধ্যে তার চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়ে গেছে। ফলে বর্তমানে তার চিকিৎসার্থে আনুমানিক ২০ লাখ টাকা দরকার, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। তাই আপনাদের আর্থিক সাহায্য এবং সহযোগিতাই পারে এ ফুটফুটে বাচ্ছাটিকে সুস্থ জীবনে ফিরিয়ে নিতে।
চট্টগ্রাম চট্টগ্রাম সিটির ডবলমুরিং থানার ছোট মসজিদ লেইন ধনিয়ালা পাড়া আজিজুর রহমান ড্রাইভারের বাড়ী লাকী ম্যানসনের সামনে সরাসরি এ ঠিকানায় অথবা এ বিকাশ নাম্বারে ০১৮৬২-৭৮৬৪১৯, ০১৮৪৯-২০১২৮৭ আর্থিক সাহায্য পাঠাতে পারেন।
সিএন/এমএ