চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির দামপাড়া পুলিশ লাইন মাঠে শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে কেএম এজেন্সি মহানগরী কিশোর ফুটবল লিগ ২০২২ শুরু হয়েছে। বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ঞপদ রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মসিউল আলম স্বপন।
সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান শেখ তৈয়বুর রহমান, সিএমপির উপ কমিশনার (ডিসি) দক্ষিণ মোস্তাফিজুর রহমান, সাবেক ফুটবলার আশিষ ভদ্র, ফুটবল সম্পাদক ইবাদুল হক লুলু, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন শামীম, শামীম আজাদ খোকন, সাইদুর রহমান মুকুল, মো. ফরিদ আহমেদ, জহির উদ্দিন, এমএ মূসা বাবলু।
উদ্বোধনী খেলায় রামপুরা একাদশ ও কালার পোল স্পোর্টস একাডেমির মধ্যে চলা ম্যাচে বিরতির পর পেলান্টি গোলে এগিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শক্তিশালী রামপুরা একাদশ জয়ী হয়েছে।
খেলা শুরুর প্রাক্কালে বিশ্ব বরেণ্য ফুটবলার ব্রাজিলের পেলের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রেস বার্তা