কুমিল্লা: কুমিল্লা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, রাস্তা-ঘাট-ব্রিজ নির্মাণসহ জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি অন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘রোড টু স্টার্টাআপ: ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিয়ারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম আরো আরো বলেন, ‘সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে শুধু রাজস্ব আদায় বৃদ্ধি করলেই হবে না, নাগরিক সেবা এবং সেবার মানও বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সাংসদ আ ক ম বাহাউদ্দিন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, অতিরিক্ত সচিব ও প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মুজিবুল হক বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নিবেন আর নাগরিক সুবিধা দিবেন না এটা হতে পারে না।’
সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘রাজস্ব আদায়ে কোন রকম বৈষম্য করা যাবে না। কারো থেকে বেশি, কারো থেকে কম এমনটা করা যাবে না।’
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে আরও বিশ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করে জীবনে নব দিগন্তের সূচনা করতে হবে।’