চট্টগ্রাম: রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচং এলাকার দশ দরিদ্র মানুষকে এক বান (৭২ ফুট=এক বান) করে ঢেউ টিন দেয়া হয়।
ক্লাবের সহ সভাপতি রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফের সৌজন্যে ক্লাবের পক্ষে ঢেউ টিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়লি উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশীদা বেগম, ক্লাবের সেক্রেটারি মো. সালাউদ্দিন, লেফটেনেন্ট গভর্নর রোটারিয়ান মো. শাহজাহান, ডেপুটি গভর্নর রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী।
প্রেস বার্তা
Facebook Comments Box