চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সিটি যুবলীগ।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়নগর বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন মরহুমের কবরে চট্টগ্রাম সিটি যুবলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবরে দোয়া মোনাজাত করেন।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগ নেতা এডভোকেট আরশাদ হোসেন আসাদ, মরহুম কাজী ইনামুল হক দানুর পুত্র কাজী রাজেশ ইমরান, ওয়াহিদুল আলম শিমুল, তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, ইশতেহার উদ্দিন পারভেজ, মো. কামরুজ্জামান, সাইফুল আলম লিমন, শফিকুর রহমান তাপস, মো. জাহাঙ্গীর হোসেন, মো. হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম মিন্টু, মাসুদুর রহমান মাসুদ, জাহেদুল আলম শিমুল, শেখ আমিনুর রহমান সুমন, জাহেদুল ওমর সাত্তার, একরামুল হক, রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা