চট্টগ্রাম: খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের উদ্দ্যেগে করোনা মহামারীর কবলে পতিত কর্মহীন শ্রমিকদের মাঝে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে সংগঠনের কার্যালয়ে ব্যবসায়ী নেতা মোহাম্মদ ওসমান সাহেবের সভাপতিত্বে আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, ব্যবসায়ী নেতা ও চট্টগ্রাম চেম্বারর সাবেক পরিচালক আলমগীর পারভেজ, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এসএম কামাল উদ্দিন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, ব্যবসায়ী নেতা জানে আলম, আড়তদার সমিতির নেতা মহিউদ্দিন, রফিকুল আলম, হাজী ইউসুফ, পরিতোষ দে, রাজনীতিবিদ মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ এমদাদুল হক রায়হানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা এ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাকতাই খাতুনগঞ্জে অবস্থানরত কর্মহীন শ্রমিকদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেস বার্তা