চট্টগ্রাম: যোগ্যতাকে মুল্যায়ন করা হবে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘কর্মক্ষেত্রে পদোন্নতি বা কোন ধরনের তদবির করবেন না। যোগ্যতা থাকলে, অভিজ্ঞতা থাকলে তাদের সঠিক মূল্যায়ন করা হবে।’
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে চসিকের সহকারী প্রকৌশলী মুজিবুল হায়দার ও উপ-সহকারী প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘যে কোন কাজে অভিজ্ঞতা অনেক বড় বিষয়। অভিজ্ঞতাকে আমি ভালো চোখে দেখি। অভিজ্ঞদের থেকে তরুণনা শিখবে। অভিজ্ঞদেরও নতুনদেরকে জ্ঞান বিতরণ করতে হবে।’
যোগ্য ব্যক্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগর গঠনের আমরা এগিয়ে যাবো। স্ব-স্ব ক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য প্রকৌশলীদের আহ্বান জানান সিটি মেয়র।
চাকুরী জীবনে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের মধ্যে সমন্বয় করে সমন্বিত প্রয়াসে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘নিজেদের মধ্যে যে কোন ধরনের সমস্যা যেন প্রতিষ্ঠানের কাজে প্রভাব না ফেলে সে দিকেও খেয়াল রাখতে হবে।’
এ সময় হিংসা, বিদ্ধেষ, লোভ, লালসার উর্দ্ধে থেকে নগর উন্নয়নে চেইন অব কমান্ড মেনে চলার তাগিদ দেন মেয়র রেজাউল করিম।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী প্রকৌশলীরাসহ প্রকৌশল বিভাগের অন্যরা বক্তব্য রাখেন।
প্রেস বার্তা