চট্টগ্রাম: শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিফটন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটির নাসিরাবাদের মেসার্স ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড পরিদর্শন করেছে বিজিএমইএ এর পরিদর্শন টিম।
কোভিড-১৯ (দ্বিতীয় ঢেউ) সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং কল-করখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা মোতাবেক রোববার (১৩ ডিসেম্বর) এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শ্রমিকদের সাথে মত বিনিময় সভায় অতিথি ছিলেন বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ মুসা, এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক ও বিজিএমইএ লেবার অ্যান্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সাইফ উল্লাহ মনসুর, প্রতিষ্ঠানের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এমএ ছিদ্দিক চৌধুরী।
সভায় বক্তরা চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের যথাযথ স্বাস্থ্য বিধি পালন করে কারখানায় উৎপাদন কার্যক্রম সচল রেখে জাতীয় রপ্তানীর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত এপ্রিল থেকে চট্টগ্রামের পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে বিজিএমইএ টিম।
এ দিকে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তৃতীয় পর্যায়ে বিজিএমইএ পরিদর্শন টিম এ পর্যন্ত ১৩০টি পোশাক শিল্প কারখানা পরিদর্শন করেছে।