ঢাকা: মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ২৩ জুলাই) ১৬৬ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষা করে ছয় হাজার ৩৬৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন।
এ পর্যন্ত ১৮ হাজার ৮৫১ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন নয় লাখ ৭৮ হাজার ৬১৬ জন।
খবর পিআইডির
Facebook Comments Box