চট্টগ্রাম: শীত বাড়ার সাথে সাথে করোনার সংক্রমণও বাড়তে শুরু করেছে। এর সাথে সাথে জনমানুষের শঙ্কাও বেড়ে চলেছে। করোনার কারণে সৃষ্ট এ পরিস্থিতি সামলাতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে চান্দগাঁও বাহির সিগন্যাল চত্বরে উত্তর চান্দগাঁও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির আরো বলেন, ‘করোনা সংকট মোকাবেলায় সরকারের স্বাস্থ্য ও ত্রাণ সেবা খাতে চলমান স কর্মযজ্ঞ এখনো সক্রিয় রয়েছে। এ কর্মকান্ডের পাশাপাশি বর্তমানে সময়ের পরিস্থিতি মোকাবেলায় সরকার আরো বিশদ পরিকল্পনা নিয়েছে। দেশব্যাপী টিকা প্রদান কার্যক্রম চলছে। দেশের সংখ্যাগরিষ্ট মানুষ এখন টিকার আওতায়।’
তিনি আরো বলেন, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পর এবার স্কুল শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান চলছে। সম্প্রতি টিকার বুষ্টার ডোজও দেয়া শুরু হয়েছে। টিকার কোন দুশ্চিন্তা নেই। পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। কিন্তু সরকারের এ কার্যক্রম সফল করার জন্য জনগণকে স্বাস্থ্য বিধি ও নির্দেশনা শতভাগ মানতে হবে। জনজীবন স্বাভাবিক হওয়ার পর সবখানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। জীবন ও জীবিকা বাঁচাতে হলে জনগণের আত্ম সচেতনাই গুরুত্বপূর্ণ উপায়। প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সরকারের কাজ চলছে। এখন আমাদের নিজেদেরকে করোনা মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।’
আওয়ামী লীগ নেতা শামশুল আলমের সভাপতিত্ব ও চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুল্লাহ খান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ সাইফু, যুবলীগ নেতা নঈম উদ্দিন খান, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আবু তালেব চৌধুরী বাবু, ইদ্রিছ চৌধুরী খোকন, মো. বাবর চৌধুরী, সায়েম চৌধুরী, মো. ফজলুল হক মনি, মো. নাছির উদ্দীন চৌধুরী, চান্দগাঁও এ ইউনিট সভাপতি আজম খান, খোরশেদ আলম, দিপুল বড়ুয়া, কৌশিক বড়ুয়া, জুয়েল ধর, ছোটন বড়ুয়া, মো. জুয়েল চৌধুরী, দিদারুল আলম, আবদুল্লাহ আল সুমন, ছাত্রনেতা ফরহাদ খান, আবু সাঈদ, মো. বেলাল, রাসেল বড়ুয়া বক্তব্য দেন।
অনুষ্ঠানে এলাকার চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
পবা/এমএ