করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন বাংলাদেশ পুলিশের আরো এক সম্মুখ যোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব(৩২)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আহসান হাবিব রাঙ্গামাটি জেলার এক নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে তিনি গত ৩০ জুন থেকে স্ত্রীসহ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে ৬ জুলাই আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটায় তিনি মারা যান।
আহসান হাবিব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন।
তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা, মাতা, পাঁচ ভাই ও দুই বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর আহসা হাবীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রেস বার্তা