ঢাকা (২৮ এপ্রিল): মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (বুধবার ২৮ এপ্রিল) সারা দেশে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ২০৬ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯৫৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৫৪ হাজার ৬১৪ জন।
এ পর্যন্ত ১১ হাজার ৩০৫ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৭২ হাজার ৩১৯ জন।
উল্লেখ্য, করোনা ভাইরাসে সংক্রমণে সারা দেশে মঙ্গলবার (২৭ এপ্রিল) ৭৮ জন, সোমবার (২৬ এপ্রিল) ৯৭ জন, রোববার (২৫ এপ্রিল) ১০১ জন, শনিবার (২৪ এপ্রিল) ৮৩ জন, শুক্রবার (২৩ এপ্রিল) ৮৮ জন, বৃহস্পতিবার (২২ এপ্রিল) ৯৮ জন, বুধবার (২১ এপ্রিল) ৯৫ জন, ২০ এপ্রিল) ৯১ জন, ১৯ এপ্রিল ১১২ জন, ১৮ এপ্রিল ১০২ জন, ১৭ এপ্রিল ১০১ জন ও ১৬ এপ্রিলও ১০১ জন মারা গেছে।
খবর পিআইডির