ঢাকা, (২০ মে): প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২০ মে) ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জন।
এ পর্যন্ত ১২ হাজার ২৮৪ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে সারা দেশে বুধবার (১৯ মে) ৩৭ জন, মঙ্গলবার (১৮ মে) ৩০ জন, সোমবার (১৭ মে) ৩২ জন, রোববার (১৬ মে) ২৫ জন, শনিবার (১৫ মে) ২২ জন, শুক্রবার (১৪ মে) ২৬ জন, ১৩ মে ৩১ জন, ১২ মে ৪০ জন, ১১ মে ৩৩ জন ও ১০ মে ৩৮ জনের মৃত্যু হয়েছিল।
খবর পিআইডির