ঢাকা (৬ এপ্রিল): দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ৬ এপ্রিল) ৩৪ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা করে সাত হাজার ২১৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৬ জনসহ এ পর্যন্ত ৯ হাজার ৩৮৪ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমনে গত সোমবার (৫ এপ্রিল) সারা দেশে মারা গেছিল ৫২ জন।
খবর পিআইডির