ঢাকা (৭ জুলাই) : করোনা ভাইরাসের সংক্রমণে দেশে এক দিনে বুধবার (৭ জুলাই) ২০১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ হাজার ১৬২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা নয় লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।
এ পর্যন্ত ১৫ হাজার ৫৯৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ ৫০ হাজার ৫০২ জন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে দেশে মঙ্গলবার (৬ জুলাই) ১৬৩ জনের মৃত্যু হয়েছিল।
খবর পিআইডির
Facebook Comments Box