চট্টগ্রাম: কোভিড ভ্যাকসিন বিতরণে শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বিলস লেবার রিসোর্স অ্যিন্ড সাপোর্ট সেন্টার চট্টগ্রাম।
বুধবার (২০ জানুয়ারি) সকালে নগরীর মোমিন রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রামসহ সারা দেশে কোভিড পরিস্থিতিতে শ্রমিক কৃষক তথা মেহতি মানুষের চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায় তুলে ধরার লক্ষ্যে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে লিখিত বক্তব্যে বিলস সেন্টার কোঅর্ডিনেশন কমিটির সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত বলেন, ‘করোনার প্রভাবে সারা বিশ্ব আজ পর্যুদস্ত হলেও সবচেয়ে বেশী সংকটে আছে শ্রমজীবী মানুষ। আইএলও এর তথ্য মতে, দেশে প্রায় সাত লাখ শ্রমিক চাকুরিচ্যুত হয়েছে। যারা চাকরিতে ছিল, তারাও মজুরী পেয়েছে ৬০ থেকে ৬৫ শতাংশ মাত্র। এমনকি ঈদ উল ফিতরের বোনাস পেয়েছে ৫০ শতাংশ।’
তিনি আরো বলেন, ‘কোভিড কালে চট্টগ্রামের ৪৭টি পোশাক কারখানায় প্রায় ২২ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। চাকুরীচ্যুত হতভাগ্য শ্রমিকেরা যথাযথ ক্ষতিপূরণও পায়নি। সাধারণ ছুটিতে বন্ধ থাকা হোটেলের শ্রমিকদের অধিকাংশ শ্রমিক চাকুরি পায়নি। যারা চাকুরি পেয়েছে, তারাও সাধারণ ছুটিতে কোনো মজুরী পায়নি। বেসরকারী স্বাস্থ্য খাতের শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তারাও চাকরি হারানোর ঝুঁকিতে ছিল। নির্মাণ শ্রমিক, কমিউনিটি ও ডেকোরেশন শ্রমিক, পরিবহন শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকেরা সাধারণ ছুটিতে পুরোপুরি আয়শুন্য ছিল।’
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা তপন দত্ত বলেন, ‘উৎপাদনের মূল চালিকা শক্তি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও মালিক পক্ষকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের দাবিসমূহ সহানুভূতির সাথে বিবেচনায় নিতে হবে।’
সংবাদ সম্মেলনে শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত ও জাতীয় ন্যূনতম মজুরী ঘোষণাসহ সাত দফা দাবি সরকারের উদ্দেশ্যে পেশ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সেন্টার কোঅর্ডিনেশন কমিটির সদস্য-সচিব মু. শফর আলী এবং জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও সেন্টার কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এএম নাজিম উদ্দিন, বিলস এলআরএসসির সিনিয়র কর্মকর্তা রিজওয়ানুর রহমান খান, প্রোগ্রাম অফিসার ফজলুল কবির মিন্টু প্রমুখ।