চট্টগ্রাম: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের চট্টগ্রাম জেলার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির এবং সদস্য সচিব আকরাম হোসেন এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সব স্তরের নেতাকর্মী এবং শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত সব সহযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছের।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘১৯৮২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শ্রমিকদের ন্যায্য মজুরী ও অধিকার নিশ্চিতের দাবিতে লড়াই সংগ্রাম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি ও আন্দোলনের সাথে যুক্ত থেকেছে এবং তার সাথে সঙ্গতি রেখে কর্মসূচি পালন করে আসছে। বর্তমান সময়ে এসে করোনার এই দুঃসময়ে শ্রমিকরা সীমাহীন সংকট ও সমস্যায় নিপতিত হয়েছে।
বিবৃতি বলা হয়, জীবন ও জীবিকার এক অসম সংকটে তারা তাদের দিন পার করছে। করোনার দোহাই দিয়ে চলছে শ্রমিক ছাটাই, বন্ধ হচ্ছে কলকারখানা, শ্রমিকরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মজুরী থেকে। স্বাধীনতার ৫০ বছরে এসেও যেই শ্রমিকরা সভ্যতার চাকা সচল রেখেছে, তারাই আজকের সময়ে সবচেয়ে বেশী অবহেলিত শ্রেণি। তাদের শিক্ষা, জীবন ও জীবিকার নিরাপত্তা আজকে ভূলুণ্ঠিত।’
নেতৃবৃন্দ বলেন, ‘সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মনে করে সভ্যতার চাকা চালু রাখার কারিগর এই শ্রমিকদের ন্যায্য মজুরী ও অধিকার নিশ্চিতের দাবিতে আন্দোলন ও সংগ্রাম বেগবান রাখা জরুরী। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সর্বস্তরের জনগণকে শ্রমিকদের এই অধিকার আদায়ের সংগ্রামে একাত্ম হওয়ার আহ্বান জানাচ্ছে।’
বার্তা প্রেস