স্বার্থক নারী, স্বার্থক রমণী
নারীরই ব্যর্থতায়।
যে যত ছাড় পার দিতে
জয়গান তত তার।
বোধ বলে, মন বলে
থাকতে নেই যে তোমার
সন্তান যদি ভাল করে তাতে
পুরোটাই যে বাবাতে যায়।
বেপথে গেলে শুধুই ছি ছি
নারীরইতো দায়
আমিই তো বোন, আমিই মেয়ে
আমিইতো জননী।
তবে কেন এত অবহেলা তোমার
ছলনাময়ী রমণী।
কবি: গৃহিণী, চট্টগ্রাম