ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কবিতা: ল্যাম্পপোস্ট । জয় ভট্টাচার্য্য

জয় ভট্টাচার্য্য
ফেব্রুয়ারি ৩, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আমার নীচে কেউ রাত-বিরাতে পড়ালেখা করে।
কেউ দীর্ঘক্ষণ এক পা তুলে মুত্র বিসর্জন করে।
কেউ বা দোঁপায়ে বসে শান্তি খুঁজে।

কেউ আবার ফোনকলে নতুন প্রেমিকার সাথে ঝগড়া করে।
কেউ আবার নতুন করে প্রেমে পড়ে।

কেউ আবার নিজের শরীরের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যা করার জন্য সুযোগ খুঁজে।

কেউ আবার নতুন নতুন স্বপ্ন দেখে।
কেউ দেখা যায় ঘুমানোর জন্য এক হাত পরিমাণ জায়গা খুঁজে।

কেউ আবার লুটের মালের ভাগ করে।
কেউ আবার খুন করে রক্ত মুছে তার বুকের উপর।
কেউ আবার তার নীচে দাঁড়িয়ে অপেক্ষা করে।

আবার দেখা যায় কেউ সব হারিয়ে
ল্যাম্পপোস্টে উঠে হ্যারিকেন জ্বালিয়ে ঝুলে পড়ে।

কত কিছুর স্বাক্ষী এই রাজপথের ল্যাম্পপোস্ট।

জীবনটা সত্যি বেদনাময়
রাজপথের ল্যাম্পপোস্ট সদা বিচিত্রময়।

[আপনার লিখা অপ্রকাশিত কবিতা এই rinquoctg@gmail.com ই-মেইলে পাঠান। নাম, পরিচিতি, ঠিকানা, ছবি ও মোবাইল নাম্বারসহ। লিখা অবশ্যই ইউনিকোডে হতে হবে]

Facebook Comments Box