সমস্ত অর্জন নিংড়ে নিয়ে সটান
দাঁড়িয়ে যাবে সেজদারত পতাকা।
রাষ্ট্রীয় নম্রতা শেষে যে যার দফতরি
টেবিল মাতাবে ফের
চায়ের পেয়ালায় স্পষ্ট হবে
অম্ল-মধুর চুমুক
সময় গড়াতে গড়াতে যুগপূর্তির কাছে
জমা হবে স্তব্দতার দিন !
অনেকের মুখই মুখর হবে কে কতো
আপন ছিলো তা প্রকাশের
তবুও সান্নিধ্যের সুবিধে সে নেয়নি
বলতে বলতে চোখ চিকচিক
তৃপ্তিতে তুলবে ঢেকুর।
তথাপি কেউ কেউ গোপনে করবে ধ্যান
নীরবে যা দিয়েছিলে তোমার অনেক
কিংবা সামান্য নিয়েও কেউ কেউ অনেক ঋণী
কোণায় বসে কাঁদবে চুপচাপ।
একমুঠো তাজা মাটি রেখেছে কবরে…
কারো কারো হয়তো খুব কষ্ট হবে
হাত ধুতে জলে
আজীবন মোনাজাতে নেবে কোমল ঘ্রাণ।
রক্ত ভুলে যায় বেদিতে কে ছিলো রত্ন তার
দূরের কোন তারা ধরে রাখে বুকে প্রত্নহার।
কবি: আবৃত্তি শিল্পী, সদস্যা: প্রমা আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম