মায়াবী অপ্সরী তুমি
মায়ায় মায়ায় ভরা
তোমাতে সমর্পিত আমি
তুমি নয়ন তারা।
মায়াবী আঁখির মায়ার টানে
ছুটে চলি সমুদ্দুর
বাঁধন হারা মন পড়ে আছে
যেথায় তুমি যতদূর।
মায়াবী প্রেমের মায়ার টানে
হলাম যেন কবি
এদিক খুঁজি ওদিক খুঁজি
সব খানেই প্রতিচ্ছবি।
মায়াবীর ছোঁয়ায় লেগেছে দোলা
প্রেম পূর্ণ জীবনধারা
দুজন দুজনে মজেছি বেশ
সবকিছু আজ বাঁধনহারা।
কবি: সাংবাদিক, চট্টগ্রাম
[পরম বাংলাদেশ এ প্রকাশের জন্য অপ্রকাশিত কবিতা পাঠানোর ঠিকানা: rinquoctg@gmail.com
নাম, পরিচিতি, ঠিকানা, ছবি ও মোবাইল নাম্বারসহ। লিখা অবশ্যই ইউনিকোডে হতে হবে]