আমি দৃষ্টিহীন কিন্তু অন্ধ নই,
আমি পঙ্গু কিন্তু পা-হীন নই,
আমি কম শিক্ষিত কিন্তু মূর্খ নই।
হতে পারি আমি তোমার যোগ্য না,
কিন্তু আমি তো পরিত্যক্ত নই।
হ্যাঁ, এটা বলতে পারো আমার ধ্বনিতে সাবলীল ইংরেজিতে কথা
বলার মতো কোনো প্রগলভতা নেই।
তবুও আমি দ্বিধাহীনভাবে
নিজেকে পরিপূর্ণ ভাবি নিজের মাতৃভাষায়।
তোমার মুখে অনর্গলভাবে বলে যাওয়া ইংরেজির প্রতিধ্বনির চাইতে,
আমার বিক্ষিপ্ত বিক্ষুদ্ধ ক্ষুরধার
বাংলা ভাষাটি আমার মায়ের বুলি।
তোমার কাছে হয়তোবা,
আধুনিক যুগের সর্বগুণ সম্পূর্ণ,
একজন আধুনিক নারী
চিত্তাকর্ষক হলেও হতে পারে।
আমার কাছে আটপৌরে শাড়ি পড়া অথবা কাঁদায় মাখা এই বাংলা বুলিই
অনেক সম্মানের।
কারণ তোমরা ইংরেজি ভাষায় আমাদের শোষণ করে গেছো।
আর আমরা রক্ত আহুতি দিয়ে আমাদের বাংলা ভাষা ছিনিয়ে নিয়েছি।
তোমাকে আর আমার হতে হবে না।
তোমার মতো বর পাওয়ার
সৌভাগ্যের চেয়ে,
কাঁদা মাটিতে বসে মুখ ভর্তি
হাসি দিয়ে
দুটো প্রাণ খুলে কথা বলব
না হয় এই বাংলাতে।
ভালোবাসি বাংলা মা,
ভালোবাসি বাংলা তোমায়।