আজ আকাশ থেকে পড়ছে অঝোরে বৃষ্টি।
আহা কী অপরূপ এর মহান রবের সৃষ্টি।
এই বৃষ্টি দিয়েছে প্রকৃতিকে সাজিয়ে।
ছুটেছে অনেকে এই সময়কে কাটিয়ে ।
ভিজে আছে এই রাস্তা আর পথ-ঘাট।
বৃষ্টির জলে ডুবে গেছে সমস্ত মাঠ।
এই বৃষ্টি যেনো থামছেই না কভু।
অবাক ভাবে তাকিয়ে আছি আমি তবু।
অবশেষে থেমেছে এই ঝড়।
বাহিরে হৈ হুল্লোড়ে মেতেছে একে অপর।
এই বৃষ্টির দিন বদলের দিনে
সবাই যেনো একে নতুন রূপে চিনে।
শপথ নাও এখন পথ পাড়ি দেওয়ার।
এখনই সময় তোমার ঘুরে দাঁড়াবার।
Facebook Comments Box