কে বললো তোমায়, আমি বদলে গেছি……..
বিশ্বাস করো- আমি একদম বদলাই নি, শুধু ভীষণভাবে চেষ্টা করছি নিজের সত্তার পরিবর্তনের।
বদলেছিলাম আমি সে দিন,,,,
যে দিন খুব যত্ন করে তোমার হাতের মুঠোয় আমার হাত মুষ্টিবদ্ধ করে রেখেছিলে।
আমি সে দিন ভীষণভাবে বদলে গিয়েছিলাম,
যে দিন আমার পুরো খারাপ সময়টা জুড়ে আমায় ঘিরে ছিলে তুমি।
আমি বদলে ছিলাম সে দিন,
যে দিন আমার ভোরের সূচনা হয়েছিল তোমার তৈরি করা ভুবনে আর অন্তিম হয়েছিল আমার হাতে তোমার হাত রেখে।
আমার মারাত্মকভাবে বদল হয়েছিল সে দিন,
যে দিন আমি উপলব্ধি করি – আমার গল্পের পুরোটা জুড়ে ছিলে শুধু তুমি আর বাস্তবতার আড়ালে তোমার উপন্যাসের কোথাও ছিলাম না আমি………..।
আমি নামক চরিত্রটা একেবারে হারিয়ে গেছে।
সে দিন সত্যি বদলে গিয়েছিলাম আমি,
যে দিন অনায়াসে তুমি বললে আমায়- ছেড়ে থাকতে পারবে না,
অথচ ধরেও রাখতে চাও নি।
ধীরে ধীরে একটু একটু করে বদলাম আমি…
প্রশ্ন করেছিলাম- কোথায় আছো…..?
উত্তরে জানিয়েছিলে-
‘নিজের ভুবনে’…..।
ক্ষানিকক্ষণ চুপ থেকে নিজেকে আরো একবার বদলে নিয়েছিলাম…….
ভাগ্যিস সে দিন তোমায় ছেড়ে এসেছিলাম তাই আজ তুমি সম্পূর্ণ স্বাধীন………।।
wow