বঙ্গবন্ধুর জন্য পেলাম স্বাধীনতা, কেমন করে তাঁকে ভুলতে পারি বল?
মোদের জন্য যিনি জীবন দিয়ে গেল, কেমন করে তাঁকে ভুলতে পারি বল?
এত সুন্দর দেশ যাঁর জন্য পেলাম এসো সবাই মিলে বঙ্গবন্ধুকে জানাই সালাম।