বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ;
বাংলায় বলি মন খুলে কথা
বাংলায় গাই গান।
রফিক, সালাম, বরকতসহ
আমার শত ভাই;
অকুতোভয়ে স্লোগান দিল
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’।
ব্রাশ ফায়ারে ধুলায় লুটায়
মুহূর্তে তাজা প্রাণ
আমাদের প্রিয় বাংলা ভাষা
তাঁদের প্রাণের দান ।।
তোমাদের ঋণ ভুলব না মোরা
ভুলব না কোন দিন
স্মৃতিতে রবে চির ভাস্বর
শ্রদ্ধায় অমলিন।
ফেব্রুয়ারির ২১ তারিখ মনের মণি কোঠায়
জাগরুক হয়ে রবে চিরকাল রবে চির অম্লান;
প্রাণ দিয়েও রাখব মোরা
বাংলা ভাষার মান।।
কবি: সংস্কৃতি কর্মী, সদস্য- প্রমা আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম