নিঃশব্দ?
যার কাছে বোধহয় সবকিছুই হয় জব্দ!
যার আসলে থাকে না কোন মানে,
যে হয়, সেই শুধু জানে!
নিঃশব্দের গভীরতাও থাকে ভীষণ,
ঝড়ো হাওয়ার মত উতাল-পাতাল ভাবতে থাকে মন!
শব্দের চেয়েও নিঃশব্দের ভার থাকে বেশী,
এলোমেলো, শান্ত, কখনোবা মন থাকে উদাসী!
এই নিঃশব্দের ব্যাখ্যা বোধহয় কেউই দিতে পারে না,
সে এক বার পিছু নিলে পথও বোধহয় ছাড়ে না!
কে জানে তার আসল সংজ্ঞা কি রকম?
একেকজনের কাছে তা থাকে একেক রকম!
কখনোবা সব হারিয়ে একাকার, কখনো বা চুপ!
নিঃশব্দতার ব্যাখা যে একাধারে অনেক রূপ!
শব্দ তবু ছোট হলেও, বোঝাই বড় ভারী!
সংজ্ঞাবিহীন এক শব্দ সে, বিরাট অর্থ বোঝায় তারই!
কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম
Facebook Comments Box