কিছুকাল সবই এলোমেলো
কিছুকাল মনের আকাশ কালো
কিছুকাল দুঃখে ভরা রাত
কিছুকাল দুঃসহ প্রভাত।
কিছুকাল শোকের মিছিল চলে
কিছুকাল ভাসছি চোখের জলে
কিছুকাল অন্তরে নাই মিল
কিছুকাল দরজায় এঁটে খিল।
কিছুকাল সময় দুঃসময়
কিছুকাল দেখা হয় না রোজ
কিছুকাল স্বজনবিহীন, একা
কিছুকাল হচ্ছি রোজ নিখোঁজ।
কিছুকাল করছি রোজ বিয়োগ
কিছুকাল আঁধার পিছু পিছু
কিছুকাল ভাঙ্গা প্রতিদিন
কিছুকাল হয়নি গড়া কিছু।
কবি: প্রবীর পাল