ও যাদুকর কোথায় আছো?
এক বার তুমি এ দিক দেখো
এই রইলো ইজেল কাগজ
একটা সত্যি মানুষ আঁকো।
যে মানুষটা বাসবে ভালো
সত্যিকারের- ভনিতা নয়
জীবন্ত এক মানুষ আঁকো
মানুষ নামের কবিতা নয়।
রঙ মিশিয়ে মনের মতন
আঁকো মানুষ করে যতন
সত্যিকারের যে মানুষটা
দুঃখ দেয় না যখন তখন ।
খায় না কেড়ে পাতের খাবার
দেয় না ঘরে ভীষণ আগুন
ও যাদুকর এমন মানুষ
আঁকো তুমি দাও সুনয়ন ।
বুকের ভেতর পদ্ম হৃদয়
দিও ফুলের সুবাস ভরা
আঁকো তারে পূর্ণ জ্ঞানে
সুভাষ যেমন মনোহরা ।
ও যাদুকর হও কারিগর
নাও তুলে নাও যা প্রয়োজন
গড়ো দেখি একটা মানুষ
ন্যায় নীতিতে অটল যে জন ।
ও যাদুকর নীরব কেনো
আকাশ পাতাল ভাবছো কি?
মানুষ আঁকার কথা শুনে
পাচ্ছো লজ্জা ! ছি ছি ছি।
যাদের নিত্য আঁকছো গড়ছো
মানুষ বুঝি তাদের কয়?
মানুষ যদি সত্যি হবে
মানুষের কেন মানুষ ভয়?
ছল চাতুরী দাও ছেড়ে দাও
মানুষ বানাও মন দিয়ে
ও যাদুকর জাগো এবার
গড় সৃষ্টি শাণ দিয়ে।