আমি আমার সৃষ্টিকর্তায় বিশ্বাসি বরাবর
যাপিত জীবনে আনত হই তার কাছে..
তুই তো জানিস তাকে ছাড়া আমার আর গতি নেই।
আমাকে প্রতিনিয়ত তার পদতলের ধূলোয় না মিশতে দেখলে তার শান্তি হয় না..
আমিও তাই মেনে নিয়েছি..
প্রতিদিন প্রতি মুহূর্তে বিন্দু বিন্দু করে তার মাটিতে মিশে যাচ্ছি…
ঈশ্বর দেখছে কিনা জানি না..
বোঝে কিনা তাও জানিনা..
আমি বিশ্বাস করে যাই আমাকে সে মিথ্যে বলেনি..
আমার ঈশ্বর মিথ্যে বলতে জানে না..
শুধু জানি আমার ঈশ্বর তাই চায়
জানে তার কাছে ফিরে আমাকে যেতেই হবে ধূলো হয়ে
তুই কখনো ঈশ্বর হতে চেয়েছিস কিনা জানি না
তবু কেন যেন মনে হয় তোর আর তোর ঈশ্বরের মাঝে ব্যবধানটুকু তোর আর ধর্তব্যের মাঝে নেই.. ভাবনা আর ঈশ্বরের মাঝে কোন ফারাক রাখিসনি তুই
সত্যি হতেও পারে তা..
জানি না..
তবে তুই গুটি কয়েকের ঈশ্বর না হয়ে সার্বজনীন হ’!
এই আশির্বাদ প্রার্থনা..!!
কবি: ফ্যাশন ডিজাইনার, মেঘরোদ্দুর, চট্টগ্রাম