ওহে জনাব তুমি,
পারবে কী দিতে জবাব?
রবের কাছে তুমি যে,
করেছ হাজার পাপ।
নতুন আলোর নতুন দিনে,
একেক করে সবাই চেনে।
সবার সেরা শ্রেষ্ঠ তুমি,
সব কিছুর চেয়েও দামি।
তুমি যে হলে আশরাফুল মাখলুকাত।
দেখ না কেমন করে দিন কেটে আসে আঁধার রাত।
দেখ না আল্লাহর নামে ফুল পাখিরা গেয়ে যায় গান,
চাঁদ সূর্য্যের আলো সবই তো আল্লাহ তা’আলার দান
কোরআন হাদিস দিয়ে গড়ে তুল জীবন,
উঠতে বসতে সর্বদা আল্লাহকে কর স্মরণ।
কবি: শিক্ষার্থী, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, এসএসসি ব্যাচ ২০১৭, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম