চট্টগ্রাম: কৃষকের স্বপ্নের বুনন সোনালী হাসিতে ভরে উঠে মাঠ, নবান্নের এক রোশনাই ছড়িয়ে পড়ে কৃষকের ঘরে ঘরে। কিন্তু ঘুঘুর জুজুর ভয়ে সেই স্বপ্ন ভেঙে যায়। রক্তের সাথে রক্তের হলি খেলায় ধর্মটায় হাতিয়ার করে হায়েনার দল। প্রতিবাদ, প্রতিরোধে রক্তে ভেজে ফসল। ফসলের গানে বিষাদের সুর মিলিয়ে আগুন ঝরায় গণ জাগরণে।
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ শীর্ষক কর্মসূচিতে কথক নাট্য সম্প্রদায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে এশিয়ান হাউজিং সোসাইটির মুখে পিএইচপি চত্বরে তাদের নতুন প্রযোজনা ‘ফসলের গান’ নাটকটি মঞ্চায়ন করেছে। নাটকের উদ্বোধন করেন আট নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান।
সুনিল দত্তের রচনায় নাটকটির সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শাহীন চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেশব রায়, নাসির উদ্দিন, দেবাশীষ ভট্টাচার্য, জানে আলম টিটু, আবু তাহের সাইমন, হাসানুল ওয়াহিদ হিমেল, জনি আচার্য।
সংগীত পরিচালনায় ছিলেন মোহাম্মদ ফোরকান ও মৃদঙ্গী সংগতে ছিলেন অর্পন দাশ।
প্রেস বার্তা