ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের চকরিয়ায় রাজস্থানের শো রুম উদ্বোধন

প্রেস বার্তা
মার্চ ১৫, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়া, কক্সবাজার: কক্সবাজার এক (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম বলেছেন, ‘পাঞ্জাবী ও শেরওয়ানী জগতের একটি অনন্য নাম হচ্ছে ‘রাজস্থান’। বাঙালি জাতীয় পোষাক হচ্ছে পাঞ্জাবী। এ পাঞ্জাবীকে ব্যান্ডিং করে আজ প্রতিষ্ঠিত একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নাম রাজস্থান। চট্টগ্রামের প্রায় প্রতিটি মার্কেটে রাজস্থানের শো রুম রয়েছে। তাদের পাঞ্জাবীগুলো খুবই কোয়ালিটিফুল।’

শুক্রবার (১১ মার্চ) বিকালে চকরিয়া পৌরসভার ওয়েষ্টার্ন প্লাজায় প্রিমিয়ার ব্যান্ড ‘রাজস্থানের’ (পাঞ্জাবী ও শেরওয়ানী) শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মানসন্মত পাঞ্জাবী ও শেরওয়ানীর প্রতিষ্ঠান রাজস্থানের চকরিয়া শাখা করার জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে জাফর আলম আরো বলেন, ‘দেশের মানুষের আয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রুচিশীলতাও পরিবর্তন হচ্ছে। মান সম্মত পোষাক পরতে এখন দেশের মানুষ ব্যান্ডিং প্রতিষ্ঠান খুঁজছে। এমন সময়ে চকরিয়া পৌরসভার ওয়েষ্টার্ন প্লাজায় শোরুমের উদ্বোধন সত্যি আনন্দদায়ক।’

ব্যবসায়ী ও রাজস্থানের চেয়ারম্যান মোহাম্মদ আবু কাউসারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুতমে কোরআন ও খতমে বোখারীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, রাজস্থানের ম্যানেজিং ডাইরেক্টর রাইহানুল কুবরা শিপা, পরিচালক মো. নাজিম উদ্দিন, নেছার উদ্দিন, মোহাম্মদ রাসেল, রফিকুল হায়দার।

আবু কাউসার বলেন, ‘আমাদের সততা ও আন্তরিকতা ও কোয়ালিটিপূর্ণ পণ্যের কারণে অল্প সময়ের মধ্যে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের গ্রাহকদের শুধু ক্রেতা মনে করি না। ক্রেতাদেরকে রাজস্থান পরিবারের সদস্য মনে করে তাদের সাথে সুসম্পর্ক ও সম্মানের সাথে দেখভাল করার চেষ্টা করি।’

তিনি রাজস্থান ব্রান্ড দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রিয় প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করে যাচ্ছে বলে জানান।

Facebook Comments Box