চট্টগ্রাম: ইংরেজী ২০২২ সালকে বিদায় ও ২০২৩ সালকে বরণ উপলক্ষে চট্টগ্রাম সিটির জিইসির মোড়স্থ অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স আয়োজন করছে এক্সক্লুসিভ লাইভ মিউজিক, র্যাফেল ড্র ও গালা ব্যুফে ডিনার।
২০২২সালের শেষ রাত্রির প্রতিটি মুহুর্তকে আনন্দঘন ও স্মরণীয় করে রাখতে সুর আর ছন্দের আবেশ ছড়াবে ওয়েল পার্ক কর্তৃপক্ষ। মোহরা গার্ডেন রেষ্টুরেন্ট (লেভেল- নয়) থাকছে নিউ ইয়ারস ইভ গালা ব্যুফে ডিনার।
ওয়েল পার্ক রেসিডেন্সের জেনারেল ম্যানেজার এমএ মনছুর বলেন, ‘বিশেষ দিনগুলোকে স্মরণীয় করে রাখতে শহুরে একঘেঁয়ে জীবন যাপনে হাপিয়ে ওঠা মানুষের জন্য বিনোদন আর নানা স্বাদের খাবারের আয়োজন নিয়মিত করে আসছে ওয়েল পার্ক কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এবারের ইংরেজী বর্ষ বিদায় ও বরণের মূগুর্তে থাকছে নানা আয়োজন। পুরো আয়োজন উপভোগ করতে প্রতি দম্পতির জন্য দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা এবং প্রতি জনের জন্য এক হাজার ৮০০ টাকা। পুরো অনুষ্ঠান উপভোগ করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৩০৭৯০১৮৩, ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৮৪১৭৩৫৫৫৫, নম্বরে।