চট্টগ্রাম: বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ড. সাইয়্যেদ আবু নোমান বলেছেন, ‘শীত যতই বাড়ছে, মানুষের দুর্ভোগও ততই বাড়ছে। শীত নিবারণের জন্য শীতার্থ মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। সহায় সম্বলহীন, দু:স্থ মানুষের পাশে দাঁড়ানো সব বিত্তশালী লোকদের নৈতিক দায়িত্ব।’
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বিশ্বরোড় নিমতলায় কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সাইয়্যেদ আবু নোমান আরো বলেন, ‘আলেম ওলামাদের সামর্থ অনুযায়ী আলেমরা আজ শীতার্থ মানুষের জন্য সামান্য কম্বল নিয়ে হাজির হয়েছে। এভাবে দেশের বিত্তশালী মানুষেরা শীতার্থ ও অসহায় প্রতিবেশীদের জন্য সাহায্যর হাত বাড়ালে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।’
ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি হযরত মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওলামা-মাশায়েখ পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ।
প্রেস নিউজ