ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওমিক্রনের মাধ্যমে মহামারি শেষ দেখছেন না রুশ বিশেষজ্ঞ

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ২০, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মস্কো: পৃথিবীতে অধিকাংশ মানুষের শরীরে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত করোনা মহামারি অব্যাহত থাকবে। রাশিয়ার গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমোয়োলজি এন্ড মাইক্রোবায়োলজির আলেকজান্ডার গিন্সবার্গ রশিয়ার ২৪ টিভি চ্যানেলকে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমার ধারনা প্রত্যেকে এ ওমিক্রনে আক্রান্ত হবে। দুর্ভাগ্যবশত এ মহামারি অবসানের আমি কোন বৈজ্ঞানিক কারণ দেখছি না। এটি শেষ হতে অনেক সময় লাগবে। বিশ্বের অধিকাংশ লোকের যত দিন না হার্ড ইমিউনিটি তৈরি হবে, তত দিন মহামারি অব্যাহত থাকবে।’

গিন্সবার্গ সবাইকে দ্রুত টিকা নেয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা দেয়া করোনার ওমিক্রন ধরন পুরো বিশ্বে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় মোট এক হাজার ৬৮২ জন ওক্রিমন রোগী শনাক্ত হয়েছে।

পবা/এমএ

Facebook Comments Box