ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চবির নানা কর্মসূচি

চট্টগ্রাম
মার্চ ৫, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: ঐতিহাসিক ৭ মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমান ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে চবির সব মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।

সকাল থেকে চবির শহীদ বুদ্ধিজীবী চত্বর, ‘স্মরণ’ চত্বর, দুই নম্বর গেইট ও বঙ্গবন্ধু চত্বরে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক ও দেশাত্মবোধক গান সাউন্ড সিস্টেমের মাধ্যমে পরিবেশন করা হবে। সকাল দশটায় চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

পুস্পস্তবক অর্পণ শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box