চট্টগ্রাম: মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেনইসলামী চিন্তাবিদ পতেঙ্গা ইসলামিয়া ডিগ্রি মাদরাসার অধ্যাপক মাহমুদুল হাসান।
তিনি বলেন, ‘দুনিয়ায় ইসলামের আগমন ঘটেছে ঐক্যের বার্তা নিয়ে। অনৈক্য ও বিশৃঙ্খলার আবর্তে গোটা মানবজাতি যখন পর্যুদস্ত, তখন ইসলামই মুসলমানদের আদেশ দিয়েছে ‘তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ কর।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত্রে বায়েজীদ বোস্তামী থানার বকসু নগর যুব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিলে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান আরো বলেন, ‘আল্লাহতায়ালা মুসলমানকে সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে আদেশ করেছেন। তার একটি বড় কারণ হলো, শুধু আনুষ্ঠানিকতা, ব্যক্তিগত ইবাদত-বন্দেগির মাধ্যমে ইসলামের দাবি পূরণ হয় না। ইসলামের মূল লক্ষ্য পৃথিবীকে জঞ্জাল ও কলুষমুক্ত করা। এ পথে সামগ্রিক ও সর্বাত্মক ঐক্যই হচ্ছে তাদের মূল হাতিয়ার।’
‘যখনই মুসলমানরা ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে অনৈক্য ও দলাদলির পথে পা বাড়িয়েছে, গোষ্ঠীগত, জাতিগত, মতাদর্শ ও মত-পথের বিভাজন দ্বন্দে লিপ্ত হয়ে ইসলামের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে, তখনই তারা সব গৌরব হারিয়ে একটি হতভাগা জাতিতে পরিণত হয়েছে। তারা সভ্যতা-সংস্কৃতিতে পিছিয়ে পড়েছে।’- বলেন তিনি।
কমিটির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন এবাদুল্লাহ হাজী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ কুতুব উদ্দিন জব্বারী, খুশলী আল মীম জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে নেজাম উদ্দিন বলেন, ‘আজ সারা বিশ্বে বিজাতিরা রসুল (স:) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে। অতীতেও তারা করেছে। বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকলে বাতিলরা এ দু:সাহস দেখাতে পারতো না।’
বিজ্ঞপ্তি