চট্টগ্রাম: ‘আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ও প্রকৃতি উপহার দিতে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে প্রকৃতি বাঁচাতে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, নাগরিক হিসেবেও প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই।’
পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠনএ্যাড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক ও নতুন কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে সিটির মিল্টন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি সাজেদুল আলম চৌধুরী মিল্টন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু। প্রধান বক্তা ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের কার্যকরী কমিটির সভাপতি মো. মাইনুল ইসলাম। উদ্বোধক করেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাসুদ রানা।
সভায় বক্তারা বলেন, ‘পরিবেশের বিপর্যয়ে নাগরিকের দায়িত্বহীনতা ও পলিথিনের অবাধ ব্যবহার চরমভাবে দায়ী। যত্রযত্র পরিবেশ বিধ্বংসী কার্যক্রম পরিচালনা, পাহাড় নিধন, বৃক্ষ নিধন, নদী ও পুকুর ভরাট পরিবেশ বিপর্যয়ের মাত্রাকে আরো শোচনীয় করে তুলছে। এর থেকে পরিত্রাণের ও পরিবেশ রক্ষায় সরকারকে আরো জোরালো ভূমিকা ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক অগ্নিশিখার ব্যবস্থাপনা সম্পাদক উত্তম চক্রবর্তী কাজল, চট্টগ্রাম ব্যুরো প্রধান স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের এস্টেট অফিসার মো. জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি মো. হাসান মুরাদ, মো. সিরাজুল ইসলাম, শ্রমিকনেতা শাহ আলম সিকদার।
বক্তব্য দেন নুর জাহান আকতার নুরা, শিউলী আকতার, শিল্পী মৌ, মো. ইউসুফ, মৌসুমী চৌধুরী, কেপায়েত উল্লাহ আরকান, মো. রফিক।
প্রেস বার্তা