ঢাকা: বহুল প্রতিক্ষীত মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এ অনুষ্ঠানটির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবি) অধীনে প্রথম অফিশিয়াল ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যতের যাত্রা উদযাপন করা হয়।
স্বনামধন্য শিক্ষাবিদ ও ইউসিবির কর্মকর্তাবৃন্দ, অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ অনন্তনারায়ণন, ইউসিবির ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ, মোনাশ ইউনিভার্সিটির অ্যাডমিশন ও কমিউনিকেশন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ এশিয়া ও আফ্রিকার প্রধান আলফোনসা পাকিয়াম এবং ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ড্যানিয়েল লাম।
মোনাশ ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রাক বিশ্ববিদ্যালয় প্রোগ্রামের অংশ হিসেবে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) প্রোগ্রামটি ডিজাইন করা হয়েছে। এ ধরনের বিস্তৃত প্রোগ্রামটি শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষাগ্রহণের পথচলায় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি অর্জনে সহায়তা করবে। ফাউন্ডেশন ইয়ার শেষ করার পর, প্রয়োজনীয় মার্কস ও ডিগ্রির পূর্বশর্তগুলো অর্জন করে শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটিতে প্রথম বছরে একটি নির্বাচিত স্নাতক কোর্সে নিশ্চিতভাবে ভর্তি হতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা ইউসিবি ও মোনাশের সাথে শিক্ষার্থীদের সামনের যাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা মোনাশ প্রোগ্রাম, এমইউএফওয়াই নির্দেশিকা, অ্যাকাডেমিক ক্ষেত্রে সততা, মোনাশ ও ইউসিবিতে পড়তে প্রয়োজনীয় বিভিন্ন টুল নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল- কীভাবে মোনাশ অ্যাকাউন্ট ও ইউসিবি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে মুডলে কোর্স নেভিগেট করতে হয় ইত্যাদি।
অনুষ্ঠানে সারওয়ার আহমেদ বলেন, ‘এত বিশাল সংখ্যক তরুণের বিদেশে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন রয়েছে, তা দেখাও অত্যন্ত আনন্দের বিষয়। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। স্বপ্ন পূরণের যাত্রায় ইউসিবিকে পথপ্রদর্শক ও সাথী হিসেবে বেছে নিয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। বাংলাদেশে মোনাশের একমাত্র অংশীদার ইউসিবি আপনাদের অ্যাকাডেমিক উৎকর্ষ অর্জনের যাত্রায় সার্বিক সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে যোগ দিযে সন্দীপ অনন্তনারায়ণন বলেন, ‘আজ আমাদের অগ্রণী ব্যাচের যাত্রা শুরুর সাথে আমাদের দায়িত্বও আরো বেড়ে গেছে। বাংলাদেশের একমাত্র শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার হিসেবে আমরা এ অবস্থানে আসতে পেরেছি বলে আমি একই সঙ্গে গর্বিত ও আত্মবিশ্বাসী। আমি সাহসের সাথে বলতে পারি যে, আমরা আমাদের প্রিয় শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের নিয়ে আরো অনেক দূর যেতে পারব।’
উল্লেখ্য, দেশের শিক্ষার্থীদের ও/এএস/এ-লেভেল/এইচএসসি প্রথম বর্ষের পরপরই ইউসিবিতে মোনাশ কলেজ প্রোগ্রামে যোগ দিয়ে দেশে থেকেই তাদের মোনাশ ইউনিভার্সিটির ডিগ্রি অর্জনের যাত্রা শুরু করার সুযোগ প্রদানে বিশ্বের শীর্ষ-১০০ (কিউএস ২০২১ র্যাঙ্কিং অনুযায়ী) বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার সাথে অংশীদারিত্ব করেছে ইউসিবি। মোনাশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের শতভাগ নিশ্চয়তাসহ (প্রদত্ত প্রয়োজনীয়তা পূরণ করা সাপেক্ষে) শিক্ষার্থীদের জন্য ইউসিবিতে একই বৈশ্বিক অ্যাকাডেমিক পাঠ্যক্রম ও অত্যন্ত সাশ্রয়ী টিউশন ফির সুবিধা রয়েছে। মোনাশ ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ-১০০ (কিউএস ২০২২ র্যাঙ্কিং অনুযায়ী) বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে।
পবা/এমএ